রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় হকারের মৃত্যু
২ আগস্ট ২০১৮ ২০:৪৬
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: রাজধানীর ফকিরাপুলে দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় রিকশা আরোহী রফিকুল ইসলাম খোকন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) বেলা আড়াইটার দিকে দুর্ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় খোকনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।
গেন্ডারিয়া ধূপখোলা এলাকায় এক সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন খোকন। তিনি পেশায় ছিলেন হকার। রাস্তায় ঘুরে ঘুরে শাড়ি কাপড় বিক্রি করতেন।
ঘটনার সময় নিহতের সাথে থাকা আসলাম নামে এক যুবক জানান, গুলিস্তান থেকে রিকশা নিয়ে মুগদা এলাকায় যাচ্ছিল তারা। রিশাটি ফকিরাপুল কালভার্ট রোড পার হবার পর পেছন থেকে কালো রঙের একটি প্রাইভেটকার দ্রুতগতিতে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা আসলাম ও খোকন ছিটকে রাস্তায় পড়ে যায়। খোকনকে দ্রুত ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠালে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় খোকন মারা যান।
আসলাম আরও জানান, কালো রঙের প্রাইভেটকারের পেছন দিকের কাচ ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে প্রাইভেটকারটি পালিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটায়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এমএইচ