আবাসিক ভবনে হাসপাতাল, বন্ধের উদ্যোগ প্রশাসনের
২ আগস্ট ২০১৮ ২১:৪৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে অনুমতিবিহীন সেন্ট্রাল সিটি হাসপাতালের কার্যক্রম সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদফতর। হাসপাতালটির বিরুদ্ধে তদন্তে নেমেছে নগর পুলিশও।
অনুমতি ছাড়া আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনা করার সত্যতা পেয়ে সম্প্রতি পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক সেটির কার্যক্রম অন্য কোথাও সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে নগর পুলিশকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার তলা একটি আবাসিক ভবন ভাড়া নিয়ে স্বাস্থ্য বিভাগ, পরিবেশ অধিদফতর ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া হাসপাতাল পরিচালনা করে আসছেন ডা. রেজাউল ইসলাম। অন্যদিকে, চুক্তি অনুযায়ী বাড়ির মালিককে আড়াই বছর ধরে ভাড়া না দিয়ে ভবনের কাঠামো পরিবর্তন করেছেন। ভবনের নকশা পরিবর্তন ও জাল চুক্তিপত্র তৈরি করে স্বাস্থ্য ও পরিবেশ অধিদফতরে হাসপাতালের ছাড়পত্রের জন্য আবেদন করেন। এরই মধ্যে বাড়ির মালিক সৈয়দ আলম সংশ্লিষ্ট বিভাগে অভিযোগ দাখিল করলে সরেজমিন তদন্ত করে স্বাস্থ্য ও পরিবেশ অধিদফতর।
অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার প্রমাণ পেলে হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানো নোটিশ দেয় প্রশাসন। অভিযোগ তদন্ত করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। তদন্তে হাসপাতালের বৈধ কাগজপত্র, সিডিএ’র অনুমোদন এবং বাড়ির মালিকের ভবনের ক্ষয়ক্ষতির অভিযোগের সত্যতা পান।
এরপর, গত ৩ জুলাই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে চিঠি দেন অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান। এর পরিপ্রেক্ষিতে ৮ জুলাই অতিরিক্ত পুলিশ কমিশনার চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে উপপরিদর্শক (এসআই) আবদুল মোমিনকে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জানানোর নির্দেশ দেন ওসি।
অভিযোগের ভিত্তিতে আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনার সুযোগ আছে কিনা— জানতে চেয়ে গত ২০ জুন আজাদুর রহমান মল্লিক সিডিএ কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। গত ১৬ জুলাই সিডিএ’র উপপ্রধান নগর পরিকল্পনাবিদ ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান পরিবেশ অধিদফতরকে জানান, আবাসিক ভবনে বাণিজ্যিক বা হাসপাতাল পরিচালনার সুযোগ নেই।
এরপর গত ২৪ জুলাই বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং বিধিমালা-১৯৯৭ অনুযায়ী সেন্ট্রাল সিটি হাসপাতালের পরিবেশগত ছাড়পত্রের আবেদন খারিজ করে দেন এবং প্রতিষ্ঠানের কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
আজাদুর রহমান মল্লিক বলেন, ‘আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনার সুযোগ আছে কিনা— তা আমরা সিডিএ’র কাছে জানতে চেয়েছিলাম। আবাসিকে হাসপাতাল পরিচালনার সুযোগ নেই এবং এটি আইনের পরিপন্থি বলেও জানায়। তাই আবেদন খারিজ করে কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ‘চুক্তি বহির্ভূত ও জবরদখল করে আবাসিক ভবনে সেন্ট্রাল সিটি হাসপাতাল পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য ও পরিবেশ অধিদফতর এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনও নেই। তাই আইনি ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
তবে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রেজাউল ইসলাম বলেন, আমি এখনও এ ধরনের কোনো চিঠি হাতে পাইনি।
সারাবাংলা/আরডি/টিআর