Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানী‌তে ৫৬ ছিনতাইকারী গ্রেফতার, অ‌ধিকাংশই মাদকাসক্ত


২৭ ডিসেম্বর ২০১৭ ১৭:৪৪

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে ৫৬ জন ছিনতাইকারী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগ। এদের অ‌ধিকাংশই মাদকাসক্ত ব‌লে।  রাজধানীর মি‌ন্টো রো‌ডে ডিএম‌পি মি‌ডিয়া সেন্টা‌রে বুধবার দুপু‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানান ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার মো. আব্দুল বাতেন।

এর আগে, গত ২৬ ডিসেম্বর রাতে ৫৬ জন ছিনতাইকারকে রাজধানীর বিভিন্ন এলাকা থে‌কে গ্রেফতার করা হয়। এ‌দের মধ্যে ৬ জন ছিনতাইয়ের প্রস্তুতিকালে গ্রেফতার হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, ৩ চাপাতি ও ২ চাকু উদ্ধার করা হয়।

রাজধানীর ছিনতাই-প্রবণ এলাকা যেমন যাত্রাবাড়ী, কারওয়ান বাজার, সোনারগাঁও মোড়, বাংলামোটর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

আব্দুল বাতেন ব‌লেন, ‘অধিকাংশ ক্ষেত্রে ছিনতাইকারীরা বাস, ট্রেন ও লঞ্চ যাত্রীদের যাতায়াতের সময় তাদের কাছ থেকে মূল্যবান জিনিস ছিনতাই করে বা টেনে নিয়ে যায়। এই টানা পার্টির ৯৮ শতাংশ সদস্য মাদকাসক্ত। অনেক সময় মাদক কেনার জন্য ছিনতাই করা ১০ হাজার টাকা দামের মোবাইলও দুই হাজার টাকায় বিক্রি করে দেয় তারা।’

ছিনতাইয়ের হার বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে ডিবি’র যুগ্ম পুলিশ কমিশনার বলেন, ‘একেক সময় ক্রাইমের একের ধরনের ট্রেন্ড থাকে। এর নির্দিষ্ট কোনো কারণ নেই। যেসব এলাকায় টানা পার্টি বা ছিনতাইকারী বেশি সক্রিয় সেসব স্পটগুলো চিহ্নিত করতে পেরেছি আমরা। এসব স্পটে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এসআর/আইজেকে

বিজ্ঞাপন

জবিতে বিষয় পছন্দের সময় বাড়ল
২৩ এপ্রিল ২০২৫ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর