Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিয়েতনামের ‘গোল্ডেন ব্রিজ’, ধরে রেখেছে বিশাল দুটি হাত


৩ আগস্ট ২০১৮ ১৮:৩২ | আপডেট: ৩ আগস্ট ২০১৮ ১৮:৩৪

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ভিয়েতনামের দা নাং এলাকার কাছাকাছি বা-না পাহাড়ে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের জন্য সোনালি রঙের একটি বিশাল আকারের ফুটব্রিজ উচিয়ে রেখেছে দুটি বিশাল হাত।

গত জুনে ব্রিজটি সাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর ব্যাপক আগ্রহ দেখা গেছে দর্শনার্থীদের মধ্যে।

স্থানীয় ভাষায় ব্রিজটির নাম দেওয়া হয়েছে ‘কাও ভাং’ বা সোনালি ব্রিজ। সংবাদমাধ্যম রয়টার্সের দেওয়া তথ্যমতে ব্রিজটি লম্বায় পাঁচ শ ফুট এবং সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা তিন হাজার ২০০ ফুট।

 সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং দৃষ্টিনন্দন বিশাল আকারের হাতের আদলে তৈরি স্প্যানের কারণে দর্শকদের আগ্রহের কেন্দ্রজুড়ে রয়েছে সোনালি ব্রিজ।

হো চি মিন সিটির টিএ ল্যান্ডস্কেপ আর্কিটেক এমনভাবে এটির ডিজাইন করেছে যাতে ওয়েডিং ফটোগ্রাফি এবং ইনস্ট্রাগ্রাম ছবির জন্য সেখানে ছুটে যায় দর্শনার্থীরা।

 

 

 

 

 

 

 

 

সারাবাংলা/এমআই

গোল্ডেন ব্রিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর