Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অনলাইনে ছদ্মনামে লেখার অধিকার থাকা জরুরি’


৩ আগস্ট ২০১৮ ১৯:৪৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ‘অনলাইনে নিজের পরিচয় গোপন রেখে লেখালেখির অধিকার থাকা জরুরি। তবে তথ্যপ্রযুক্তির যুগে অ্যানোনিমিটি বা পরিচয় গোপন রাখা কষ্টকর। অনলাইনে যারা লেখালেখি করেন তারা প্রায়শই অযাচিত নজরদারির শিকার হচ্ছেন। আবার কখনো বা আক্রমণের। এ সম্পর্কে সবার আরও বেশি সচেতন হওয়া দরকার।’

শুক্রবার (৩ আগস্ট) রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে ‘আর্টিকেল ১৯’ এর আয়োজনে ’রাইট টু অনলাইন অ্যানোনিমিটি’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন। কর্মশালায় অনলাইন অ্যাক্টিভিস্ট, তথ্যপ্রযুক্তি সাংবাদিক, আইনজীবি, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষকসহ ৩০ জন অংশ নেন।

আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক পরিচালক তাহমিনা রহমান বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে রাইট টু অ্যানোনিমিটিও একটি অধিকার। কিন্তু বিশ্বে বিভিন্ন দেশেই তা রক্ষা করা সম্ভব হচ্ছে না। অনলাইনে যারা লেখালেখি করেন তারা প্রায়শই অযাচিত নজরদারির শিকার হচ্ছেন। দেশের মানুষকে এ বিষয়ে আরও বেশি সচেতন হওয়া দরকার।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন এসেছে। অনলাইন কর্মীদের পরিচয় গোপন করার অধিকারের বিষয়টি প্রকাশ্য আলোচনায় আসা দরকার। কারণ, রাষ্ট্র যেখানে সবক্ষেত্রে নজরদারি করছে সেখানে আন্তর্জাতিক আইনের বিষয়গুলো ও অধিকারগুলো জানা থাকলে সবাই সচেতন থাকতে পারবেন।’

অনুষ্ঠানে অনলাইনে নাম পরিচয় গোপন রেখে লেখালেখির অধিকার নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন আলোচকেরা। তাদের মতে, অনলাইনে যারা কাজ করেন তাদের অধিকার নিয়ে কথা বলার ও সচেতনতা তৈরির সময় এসেছে। অনেকেই নাম গোপন রেখে বাক স্বাধীনতার চর্চা চান।

বিজ্ঞাপন

আরও পড়ুন: তুরস্কের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

সারাবাংলা/ইএইচটি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর