Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা দেশটা কিনে নিয়েছে’


৩ আগস্ট ২০১৮ ২০:৩১

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাবি: ‘সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা দেশটাকে কিনে নিয়েছে। স্কুল কলেজের নিষ্পাপ শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না তাদের বর্বরতা থেকে।’ শুক্রবার জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এমন মন্তব্য করেছেন।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ‘পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের হামলার’ প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়ে এ বিবৃতি দেন তারা।

বিবৃতিতে সাংস্কৃতিক জোটের এই দুই নেতা বলেন, ‘গতকাল নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করে। নিরাপদ সড়কের দাবিতে পঞ্চম দিনের মত আন্দোলন চলছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে গতকাল বেলা ৪টার দিকে মিরপুর ১৪ নম্বরে তাদের জমায়েত স্থলে পুলিশ এসে হেনস্তা শুরু করে। এরপর পুলিশের সাথে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এসে শিক্ষার্থীদের মারধর করে ও ধাওয়া দেয়। এমন নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।’

সারাবাংলা/এমও


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর