Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহন ধর্মঘটে দুর্ভোগে কক্সবাজারের পর্যটকরা


৩ আগস্ট ২০১৮ ২২:১১

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

কক্সবাজার: নিরাপত্তার কারণ দেখিয়ে সারাদেশের মতো পর্যটন নগরী কক্সবাজারেও পরিবহন ধর্মঘট শুরু করেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।

শুক্রবার (৩ আগস্ট) বিকেল ৫টা থেকে সব ধরনের বাসচলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা।

টাঙ্গাইল থেকে আসা পর্যটক সাব্বির আহমেদ সারাবাংলা’কে বলেন, তিন দিন হলো কক্সবাজারে বেড়াতে এসেছি। আজ বিকেলে ফিরে যাওয়ার কথা ছিল। সকালে টিকেটও বুক করেছিলাম। কিন্তু বিকেল থেকে নাকি ধর্মঘট, বাস ছাড়বে না। তাই যেতে পারছি না।

আরেক পর্যটক নোমান হোসেন জানান, বিকেল ৫টার গাড়িতে টিকেট করা ছিল। কিন্তু এখন বাস যাচ্ছে না। খুব দুর্ভোগে পড়লাম।

কক্সবাজার আরকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু কী কারণে ধর্মঘট, সে বিষয়ে কিছুই জানাতে পারেননি তিনি।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিবহন নেতা বলেন, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নিরাপত্তার জন্য আমরা বাস বন্ধ রেখেছি। যখন পরিস্থিতি স্বাভাবিক হবে বা ওপরের নির্দেশনা আসবে, তখন বাস চলাচল আবার শুরু হবে।

সারাবাংলা/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর