Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের উসকানি, চট্টগ্রামে বিএনপি নেত্রী আটক


৩ আগস্ট ২০১৮ ২২:৩৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে বিএনপি নেত্রী ফাতেমা বাদশাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া থেকে তাকে আটক করা হয়েছে।

ফাতেমা বাদশা চট্টগ্রাম মহানগর মহিলা দলের সিনিয়র সহসভাপতি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম সারাবাংলা’কে বলেন, ‘বৃহস্পতিবার (২ আগস্ট) নগরীর আগ্রাবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সময় উপস্থিত থেকে ফাতেমা বাদশা সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি শিক্ষার্থীদের উসকানি দিয়েছেন। তাদের অবস্থান অব্যাহত রাখার অনুরোধ করেছেন। ভিডিও ফুটেজে তার জড়িত থাকার প্রমাণ পেয়ে আমরা তাকে আটক করেছি।’

ফাতেমা বাদশার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ওসি।

উল্লেখ্য, গত ২৯ জুলাই ঢাকায় দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থী হত্যার শিকার হলে এর প্রতিবাদে এবং নৌপরিবহনমন্ত্রীর ‘বিতর্কিত’ মন্তব্য নিয়ে রাজধানীতে আন্দোলন শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। রাজধানী অচলের পাশাপশি বৃহস্পতিবার (২ আগস্ট) চট্টগ্রাম নগরীতেও বড় আকারে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ছাড়া দেশের অন্যান্য জেলা শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ হয়েছে নিরাপদ সড়কের দাবিতে।

সারাবাংলা/আরডি/টিআর


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর