Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন সংস্কার ও প্রয়োগের দাবি খায়রুল হকের


৪ আগস্ট ২০১৮ ১২:৪৭

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : দ্রুত সড়ক পরিবহন আইন সংস্কার করে তার যথাযথ প্রয়োগের দাবি জানিয়েছেন জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হক।

শনিবার (৪ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক এই প্রধান বিচারপতি। নিজের বক্তব্য তুলে ধরতে তিনিই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

এ সময় আইনের প্রয়োগের পাশাপাশি সড়কে গতি নিয়ন্ত্রক যন্ত্র বসানোর তাগিদ দেন এবিএম খায়রুল হক। তিনি বলেন, গাড়ির গতিসীমা সর্বোচ্চ ৩৫ কিলোমিটার করে এই গতি নিয়ন্ত্রক বসাতে হবে। এছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধ করতে এবং লাইসেন্স নিয়ে চালকের আসনে বসতে চালকদের প্রতি আহ্বান জানান তিনি।

২০০৭ সালে সড়ক দুর্ঘটনা রোধে একটি রায় দেন এই বিচারক। হাইকোর্টের সেই রায়ের বাস্তবায়ন চান তিনি। পাশাপাশি তিনি সড়ক দুর্ঘটনা রোধে আইনের যথাযথ বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান। সড়কে আলাদা লেন করারও প্রস্তাব দেন খায়রুল হক।

এসব বিষয় এখনই না হলেও দ্রুত এর বাস্তবায়ন করতে বলেন আইন কমিশনের চেয়ারম্যান।

সারাবাংলা/এজেডকে/এসএমএন

এবিএম খায়রুল হক সড়ক পরিবহন আইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর