।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা : পর্যাপ্ত সংখ্যক যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শনিবারের একটি হজ ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, হজ ফ্লাইট বিজি১০৬৭ ডিপার্চার বাতিল করা হয়েছে। এটি আজ (৪ আগস্ট) বিকেল ৫টা ০৫ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়ার কথা ছিল।
এর আগে গত মঙ্গলবার হজ ফ্লাইট বিজি ৩০৫৭ বাতিল করা হয়।
মঙ্গলবার (৩১ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।
এ পর্যন্ত বিমানের ফ্লাইটে হজ পালনের উদ্দেশ্যে গেছেন ৩৮ হাজার ৩৫৬ জন। সৌদি এয়ারলাইন্সে গেছেন ৩৪ হাজার ৯০৪ জন। মোট ৭৩ হাজার ২৬০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।
এ বছর যাত্রী সংকটে মোট তিনটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।
সারাবাংলা/জেএ/একে
আরও পড়ুন
বিমানের ১০ ফ্লাইট বাতিল, আরও বাতিলের শঙ্কা
যাত্রী সংকটে বিমানের হজ ফ্লাইট বাতিল
বাড়ছে জটিলতা, এখন অবিক্রিত ১৫ হাজার টিকেট