Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিগাতলায় আ.লীগ কর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া


৪ আগস্ট ২০১৮ ১৪:২০

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা : রাজধানীর জিগাতলায় আওয়ামী লীগ-যুবলীগ কর্মীদের সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শিক্ষার্থীরা জানায়, সকালের দিকে তারা সীমান্ত স্কয়ারের একপাশে জড়ো হতে চাইলে সেখানে লাঠি হাতে ধাওয়া দেয় আওয়ামী লীগ নেতারা। ধাওয়ার খবরে আন্দোলনকারীরা অন্যান্য স্পট থেকে সীমান্ত স্কয়ারের সামনে জড়ো হয়।

আন্দোলনকারীদের ধাওয়া ও  মারধরের অভিযোগে শিক্ষার্থীরা জড়ো হয়ে ধানমন্ডি-৩ নম্বরে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে এগুতে থাকে। এ সময় ধানমণ্ডি কার্যালয় ও এর আশেপাশে থাকা নেতাকর্মীরা শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় কয়েকজন শিক্ষার্থীকে মারধরের ঘটনাও ঘটে।

আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়ায় শিক্ষার্থীরা পিছিয়ে এসে আবারও সীমান্ত স্কয়ার এলাকায় অবস্থান নেয়। এতে দুইপক্ষের মধ্যে মারমুখি অবস্থানের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীরা ধাওয়া দিলে আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীরা ঝিগাতলা ও আওয়ামী লীগ কার্যালয় এলাকায় অবস্থান নেয়।

সেখানে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সীমান্ত স্কয়ারের সামনে  আন্দোলনরত শিক্ষার্থীরা লাঠি হাতে অবস্থান নিয়েছে।

অন্যদিকে কিছুটা দুরত্ব রেখে লাঠিসোটা নিয়ে অবস্থান নিয়েছে ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে।

বেলা ১২ টার কিছু পর দিকে দফায় দফায় চলা ধাওয়া পাল্টা-ধাওয়ায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

সারাবাংলা/এনআর/জেএ/একে

আরও পড়ুন

যাত্রাবাড়ি-সায়দাবাদে চলছে ছাত্রলীগ-যুবলীগের মহড়া

‘ছোটদের ওপর দমনমূলক পদক্ষেপ নয়, প্রধানমন্ত্রীর নির্দেশ’


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর