Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোববার বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু


৪ আগস্ট ২০১৮ ১৪:৫৩

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রোববার (৫ আগস্ট) থেকে সারাদেশ ট্রাফিক সপ্তাহ শুরু করবে পুলিশ।

শনিবার (৪ আগস্ট) ডিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘শিক্ষার্থীরা যেটা করে দেখিয়েছে তাতে আমাদের নৈতিক সমর্থন বেড়েছে। যে সব গাড়ির লাইসেন্স নেই, ফিটনেস নেই সেগুলোর বিরুদ্ধে আমরা ট্রাফিক সপ্তাহের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেব। ট্রাফিক আইনের কোনো ব্যত্যয় ঘটলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে।’

‘আইন না মানার একটা সংস্কৃতি আমাদের মধ্যে রয়েছে। আমরা যদি আইন না মানি তাহলে পরিস্থিতির উন্নতি হবে না। প্রভাবশালী ব্যক্তি যারা ট্রাফিক আইন লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আমরা ট্রাফিক সপ্তাহে ব্যবস্থা নেব’ বলেন আছাদুজ্জামান মিয়া।

আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

সারাবাংলা/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর