Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজও সড়কে গেল ২ শিক্ষার্থীর প্রাণ


৪ আগস্ট ২০১৮ ১৬:০১

।। সারাবাংলা ডেস্ক।।

গাজীপুর ও নরসিংদীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত পাঁচজনকে  স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৪ আগস্ট) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকাল ১০টার দিকে নরসিংদীর রায়পুরায় লেগুনাচাপায় আবদুল্লাহ (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। তাদের কিশোরগঞ্জের ভাগলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

মৃত আবদুল্লাহ (১৭) ভৈরব হাজী আসমত আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি রায়পুরা উপজেলার ঝারতলা গ্রামের শাহজাহানের ছেলে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, দুর্ঘটনা কবলিত গাড়ির চালককে আটক করা হয়েছে।

এদিকে, গাজীপুরের বড়বাড়ি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় ফারজানা আলম মীম নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মৃত মীম টঙ্গীর সফি উদ্দীন সরকার একাডেমির এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী এবং গাইবান্ধার সাঘাটা থানার কুদুরিয়া এলাকার মো. ফারুকের মেয়ে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত রোববার (২৯ জুলাই) ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় রাস্তায় নামে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে গণপরিবহণের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স যাচাই করছে শিক্ষার্থীরা। এরই মধ্যে আজ সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হল।

সারাবাংলা/এমএইচ/জেডএফ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর