Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ আত্মসাৎ মামলায় কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কারাগারে


২৮ নভেম্বর ২০১৭ ১২:৪৯

সারাবাংলা ডেস্ক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিনটি মামলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জুবায়ের মঞ্জুরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে চার মামলায় আত্মসমর্পন করে জামিন চাইলে বিচারক মো. কামরুল হোসেন মোল্লা তিন মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একটি মামলায় তাকে জামিন পান তিনি।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সারাবাংলাকে বলেন, ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জোবায়েরসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছিল।

চারটি মামলায় তিনি আত্মসমর্পন করলে বিচারক তাকে এক মামলায় জামিন দেন। বাকি তিন মামলায় জামিনের আবেদন নাকচ করে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।

কোন আমদানি-রপ্তানি না করেও পারস্পারিক যোগসাজশে প্রতারণা ও ভুয়া কাগজপত্র তৈরি করে ঋণের নামে ব্যাংকের ৪৩০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কৃষি ব্যাংকের সাবেক এই ডিজিএমসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

আরিফুল ইসলাম/ স্টাফ করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর