Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুজব ছড়ানোর অভিযোগে অভিনেত্রী নওশাবা আটক


৪ আগস্ট ২০১৮ ২২:১৬ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ০৮:২৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওশাবা

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ‘ঢাকা অ্যাটাক’ চলচ্চিত্রের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৪ আগস্ট) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুন: কান নিয়েছে নওশাবা!

র‌্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মুফতি মাহমুদ খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, দুপুরে আন্দোলন চলাকালীন ফেসবুক লাইভে আসেন। লাইভে তিনি হাঁপাতে হাঁপাতে কান্নামুখর হয়ে বলতে থাকেন জিগাতলায় একজনের চোখ তুলে ফেলা ও চার জনকে মেরে ফেলার ঘটনা। দেখে মনে হয়, যেন নিজের বাসার নিচে এই অভিনেত্রী মাত্রই দেখে এসেছেন এই চোখ তুলে নেওয়ার ঘটনা!

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্ট ছড়ানোর অভিযোগে ২৯টি আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি’র সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম। গত ২ আগস্ট রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে এ মামলাটি দায়ের করা হয়েছিল।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর