Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বার্নিকাটের গাড়িতে, সুজন সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ


৫ আগস্ট ২০১৮ ০৯:১৭ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ১১:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা : মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মার্শা বার্নিকাট  শনিবার রাতে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসা থেকে রাতের খাবার খেয়ে ফিরছিলেন। এসময় তার গাড়িতে হামলা চালায় অজ্ঞাত দুর্বৃত্তরা।

এ বিষয়ে বদিউল আলম মজুমদার সারাবাংলাকে বলেন, ‘রাতে ফেয়ারওয়েল ডিনারে আমার বাসায় এসেছিলেন মার্শা বার্নিকাট। ফেরার পথে তিনি হামলার শিকার হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে । তিনি জানান, বার্নিকাটের ড্রাইভার ও আমার ছেলে আহত হয়েছে। দুর্বৃত্তরা আমার বাড়িতেও হামলা করেছে, ঢিল ছুঁড়েছে। দরজা জানলা ভেঙেছে। তবে তারা কারা আমি জানিনা।’

বিজ্ঞাপন

বদিউল আলম বলেন, মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, গতরাতে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তারা গিয়ে কাউকে পায়নি। এমনকি এই বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান ওসি।

সারাবাংলা/এসএমএন/জেডএফ

বদিউল আলম মজুমদার মার্শা বার্নিকাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর