ওমান ফেরত যাত্রীর ব্যাগ থেকে ১৬ কেজি স্বর্ণ জব্দ
৫ আগস্ট ২০১৮ ১১:৫০
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১৩৬টি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (০৫ আগস্ট) ভোর ৬ টা ২০ মিনিটে ওমানের রাজধানী মাস্কাট থেকে বাংলাদেশে অবতরণ করে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে প্রায় ১৬ কেজি ওজনের এসব স্বর্ণের বার পায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।
গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয় বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারি পরিচালক আবু হানিফ মো.আব্দুল আহাদ। সারাবাংলাকে তিনি বলেন, তদন্তের স্বার্থে আমরা এখনও যাত্রীর নাম প্রকাশ করছি না। তবে আমাদের কাছে তথ্য ছিল তার ব্যাগেই স্বর্ণের বার আসছে। আমরা তাকেই টার্গেট করে ব্যাগে তল্লাশি চালাই এবং বারগুলো পেয়ে যাই।
জব্দ করা স্বর্ণের বারের ওজন ১৫ কেজি ৯১২ গ্রাম। এর আনুমানিক দাম প্রায় ৬ কোটি ১২ লাখ টাকা বলে জানান আবু হানিফ মো. আব্দুল আহাদ।
সারাবাংলা/আরডি/এসএমএন