Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইসেন্স ছাড়া গাড়ি চলতে দেওয়া হবে না: আইজিপি


৫ আগস্ট ২০১৮ ১৪:২৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: লাইসেন্স ছাড়া কাউকে গাড়ি নিয়ে রাস্তায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। তিনি বলেন, ‘শুধু ঢাকাতেই নয় বরং সারাদেশে এটা আজ থেকে কার্যকর করা হবে।’

রোববার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ট্রাফিক সপ্তাহের উদ্বোধন উপলক্ষে আইজিপি এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘আমাদের দেশে আইন না মানার সংস্কৃতি প্রবল। আমরা ফুটপাত দিয়ে চলি না। ফুটওভার ব্রিজ ব্যবহার করি না। কেউই আমরা আইন মানার চেষ্টা করি না। এসব নিয়ন্ত্রণ করতেই ট্রাফিক সপ্তাহ শুরু করা হয়েছে। আইন মানলে দেশে এতো দুর্ঘটনা ঘটত না।’

তিনি বলেন, ‘আমরা যখন বিদেশ যাই তখন ঠিকই আইন মানছি। সেই আমরাই আবার যখন দেশে ফিরছি, তখন আবারও আইন অমান্য করছি। এটা থেকে বেরিয়ে আসতে হবে। পুলিশ এবার শক্ত অবস্থানে থাকবে। কাউকে ছাড় দেবে না। নাগরিকগণ আপনারা আইন মানার মানসিকতা নিয়ে রাস্তায় বের হবেন। পুলিশকে সহযোগিতা করবেন। যাতে সড়কে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরতে পারে।’

জাবেদ পাটোয়ারি আরও বলেন, ‘আমাদের দেশে মানুষকে আইন মানতে বাধ্য করা হয়। যা মানুষ নিজে থেকেই পালন করা দরকার। ট্রাফিক পুলিশ দড়ি দিয়ে বেঁধে রাস্তা আটকে থামিয়ে রাখতে হয় জনগণকে।

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর