Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমনা থানায় আইসিটি আইনে মামলা, গ্রেফতারে চলছে অভিযান


৫ আগস্ট ২০১৮ ১৪:৫৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইউটিউব, অনলাইন নিউজ পোর্টাল ও ব্লগে বিভিন্ন উস্কানিমূলক লেখা, পোস্ট, ভিডিও এর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টাকারীদের বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা হয়েছে।

রোববার (৫ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া শাখার উপ কমিশনার মাসুদুর রহমান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সাইবার ক্রাইম ইউনিটের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিমের সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইয়াছিন মিয়া বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।”

যেসব আইডি ও লিংকের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো হলো-

আইডি: Ray Han, Ariful Islam Jihad, Habibur Rahman, Sabin Rahman Nomun, Saidul Apu, সাইদুল ইসলাম তহিদ, Gazi Abu Yousah, Nasif Wahid Faizal, নুরুলহক নুর।

ফেসবুক পেইজ: Amra Nobin, ফাঁকিবাজ লিংক, AndolonNews, বাঁশের কেল্লা-Basherkella,

গ্রুপ: বিএনপি সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় সংসদ (BSGKS) groups, FightForSurvivorsRight,

নিউজ পোর্টাল: news.zoombangla.com, banglamail71

টুইটার: Shamim Shuvo@shuvo, SaimoonHossain, Nowrin07, RanaMasum1,  Zoombangla@zoombangla, dipukhanbnp, idrishHossain, IamNinisRimi, m_amin_99, BiplobiKaji,

এছাড়া রয়েছে বেশ কয়েকটি ফেসবুক ভিডিও লিংকও রয়েছে মামলার তালিকা।

পুলিশ কর্মকর্তা বলেন, ‘এসব আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এ ব্যাপারে সাইবার ক্রাইম ইউনিটের উপ-কমিশনার আব্দুল আলীম বলেন, ‘এই মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অভিযান চলছে।’

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর