Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে চলছে সর্বাত্মক ছাত্র ধর্মঘট


৫ আগস্ট ২০১৮ ১৫:১২

।। জাবি করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ডাকা পূর্বঘোষিত সর্বাত্মক ছাত্র ধর্মঘট চলছে।

রোববার (৫ আগস্ট) সকালে পরিবহন ডিপোতে অবস্থানের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। এর ফলে বিশ্ববিদ্যালয় থেকে কোন যানবাহন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি। এরপর দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

জানা যায়, আন্দোলনের সমর্থনে ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ডিপোতে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এর ফলে ক্যাম্পাস থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর শুনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদেরকে পরিবহন ডিপো থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও আন্দোলনকারীরা তাতে কান দেননি।

এরপর সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজার খানেক শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি সমাজ বিজ্ঞান অনুষদ, মেয়েদের হল, পুরাতন কলা ভবন, মেডিক্যাল সেন্টার, শহীদ মিনার, জীববিজ্ঞান অনুষদ প্রদক্ষিণ করে মীর মশাররফ হোসেন হল গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রবেশ করে।

পরে ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে প্রধান ফটক হয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন তারা। এরপর বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। পরে বেলা ১টার দিকে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে সমাবেশ শেষ হয়।

বিজ্ঞাপন

সমাবেশে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম (পাপ্পু) বলেন, ‘আমরা আজ ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করিনি। শান্তিপূর্ণ বিক্ষোভ-সমাবেশ করেছি। তবে পরিস্থিতি খারাপ হলে আমরা কঠোর কর্মসূচি দেব।’

এছাড়া ধর্মঘটের অংশ হিসেবে সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

সম্পর্কিত খবর