Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে বাসের অগ্রিম টিকেট দেওয়া স্থগিত


৫ আগস্ট ২০১৮ ১৯:০৭ | আপডেট: ৫ আগস্ট ২০১৮ ১৯:১১

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার বাসের টিকেট দেওয়া স্থগিত করে দিয়েছে বাস ওনার্স অ্যাসোসিয়েশন।

রোববার (৫ আগস্ট) থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকেট দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে ঢাকা মহানগর বাস মালিক সমিতির সভাপতি হাজী আবুল কালাম জানান, গত কাল শনিবার থেকেই টিকেট দেওয়া স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে।

কবে নাগাদ স্থগিতাদেশ তুলে নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন—যতদিন না এই অস্থিতিশীল পরিস্থিতির সমাধান হচ্ছে ততদিন অগ্রিম টিকেট দেওয়া বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও টিকেট দেওয়া হবে।

সারাবাংলা/এজেড/এমআই

অগ্রিম টিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর