পকেটমারের ছুরিকাঘাতে মারা গেছে আরেক পকেটমার
৫ আগস্ট ২০১৮ ১৯:২৪
।। স্টাফ করেসপন্ডেন্ট।।
ঢাকা: ফার্মগেটে আনোয়ার পার্ক এলাকায় এক পকেটমারের ছুরিকাঘাতে আরেক পকেটমার মারা গেছেন। তিনি আনোয়ারা পার্কে থাকতেন বলে জানিয়েছে তেজগাঁও থানা পুলিশ।
নিহত পকেটমারের বয়স ২৮ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পকেটমারের ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় ওই পকেটমারকে পথচারী দেলোয়ার হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালে দেলোয়ার হোসেন বলেন, ‘আনোয়ার পার্ক সংলগ্ন খামারবাড়ি রাস্তায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, ফার্মগেট আনোয়ারা পার্কেই থাকত ওই যুবক। বিকেল ৪টার দিকে ২ পকেটমারের মধ্যে মারামারি হয়। একপর্যায়ে এক পকেটমার অন্য পকেটমারকে ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। একজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকি চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের পেছনের অংশে তিন থেকে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার বিস্তারিত ও নিহতের পরিচয় বের করার চেষ্টা চলছে বলে জানান এসআই রফিক।
এদিকে, ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএইচ/একে