‘এই ভালোবাসা পাথেয় করে রাখব’
৫ আগস্ট ২০১৮ ১৯:৩০
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: ৭৮তম জন্মদিনে সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন শিক্ষায় একুশে পদক পাওয়া বুদ্ধিজীবী ও সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন। নিজ কর্মস্থল প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও উচ্ছ্বাসের কমতি ছিল না তাদের উপাচার্যের জন্মদিনটিকে ঘিরে।
রোববার (৫ আগস্ট) সকালে নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপাচার্যের জন্মদিন উপলক্ষে আনন্দ আয়োজন করে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সাংস্কৃতিক ক্লাব। এতে প্রদর্শিত তথ্যচিত্রের মাধ্যমে এই শিক্ষাবিদকে জন্মদিনের শুভেচ্ছা জানান একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মোহীত উল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী এবং বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মো. মাহবুবুর রহমান।
শুভেচ্ছার জবাবে অনুপম সেন বলেন, এই ভালোবাসায় আমি অভিভূত। জীবনের শেষদিন পর্যন্ত এই ভালবাসাকে আমি পাথেয় করে রাখব। আমি যখন চোখ বুজব, মনে হয়, তখনও এই ভালবাসা আমার অন্তরে বিরাজ করবে।
তিনি বলেন, ১৯৬৫ সাল থেকে শিক্ষকতায় আছি। পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বর্তমান বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। বর্তমানে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি যে এখনও শিক্ষকতায় আছি, এটা আমার জীবনের পরম পাওয়া।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ক্লাবের সদস্য ও শিক্ষার্থী রুখসানার সঞ্চালনায় ড. অনুপম সেনের লেখা কবিতা আবৃত্তি করা হয়। গান ও নৃত্যের মাধ্যমে এই শিক্ষাবিদের জন্মদিনটিকে উপভোগ্য করে তোলেন প্রিমিয়ারের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে অনুপম সেনের জীবন ও সৃষ্টকর্ম নিয়ে দেয়ালিকা তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, অর্থনীতি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, হিসাব বিজ্ঞান বিভাগ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, তড়িৎ প্রকৌশল বিভাগ, মার্কেটিং বিভাগ, স্থাপত্য বিভাগ, প্রক্টরিয়াল বডি, আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পুলা এবং প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারিরা উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক অমল ভূষণ নাগ, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোহীত উল আলম, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন মঈনুল হক, স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুর রহমান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সাদিয়া আকতার, আইন বিভাগের চেয়ারম্যান তানজিনা আলম চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সুজন কান্তি বিশ্বাস, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান আফসানা ইয়াসমিন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াছমিন চৌধুরী, তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার আবু তাহের, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মোহাম্মদ ইব্রাহিম, ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান, উপ-পরিচালক (হিসাব) হাছানুল ইসলাম চৌধুরী।
এ দিকে ড. অনুপম সেনের জন্মদিনে জেলা শিশু একাডেমি মিলনায়তনে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক, পেশাজীবী ও শিশু সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
চট্টগ্রাম নগর আওয়ামীলীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জেলা শিশু একাডেমীর পরিচালক নার্গিস সুলতানা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি অনুপ বিশ্বাস ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা আবদুল মান্নান ফেরদৌস, সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত, চট্টল ইয়ুথ কেয়ার এর অরুণ চন্দ্র বণিক, একুশে মেলা পরিষদের শওকত আলী সেলিম, লোকায়ন সাংস্কৃতিক অঙ্গণের নাট্যজন মিলন চৌধুরী, নজরুল শিল্পী সংস্থার শিল্পী মৃণাল ভট্টাচার্য্য, গণজাগরণ শিল্পী সংস্থার নজরুল ইসলাম মোস্তাফিজ, কবি সজল দাশ, ছায়ানটের শিল্পী অচিন্ত্য কুমার দাশ, নিবেদন শিল্পী গোষ্ঠীর শিল্পী রূপম মুৎসুদ্দি টিটু, সঙ্গীতশিল্পী অনামিকা তালুকদারসহ চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/আরডি/এমআই