Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় আবারও ভূমিকম্প, নিহত ৮২


৬ আগস্ট ২০১৮ ১০:০৯

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

এক সপ্তাহ পর ইন্দোনেশিয়ার লুম্বক দ্বীপে আবারও ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রোববার (৫ আগস্ট) আঘাত হানা ৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৮২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে তা প্রত্যাহার করা হয়। আহত অবস্থায় কয়েকশ মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে বিবিসি জানায়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে । ভূমিকম্পে রাস্তাঘাট ও দালানের ক্ষয়ক্ষতি হয়েছে। শহরের প্রধান হাসপাতাল থেকে রোগীদের বের করে রাস্তায় নিয়ে আসা হয়। লুম্বক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল।

ইমান নামের একজন স্থানীয় বলেন, ভূমিকম্প অনুভূত হবার পর সবাই চিৎকার করতে থাকে ও ঘর থেকে বেরিয়ে যায়।

ইন্দোনেশিয়া, ভূমিকম্প

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ভূমিকম্পের তীব্রতা অল্প থেকে শুরু হয়ে ধীরে ধীরে বাড়তে থাকে। সবাই দৌড়ে খোলা জায়গায় চলে যেতে চেষ্টা করছিল।

গত ২৯ জুলাই লুম্বক দ্বীপে আঘাত হানা ৬.৪ মাত্রার এক ভূমিকম্পে ১৭ জন নিহত হয়। ইন্দোনেশিয়ায় সক্রিয় আগ্নেয়গিরির সংখ্যা বেশি হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও প্রাণহানির ঘটনা ঘটে।

সারাবাংলা/এনএইচ

আরও পড়ুন,
ইন্দোনেশিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্প

ইন্দোনেশিয়া ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর