Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ধাওয়া-পাল্টা ধাওয়া


৬ আগস্ট ২০১৮ ১২:৩১

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে ঢাকার আফতাবনগরে বেসরকারি ইউনিভার্সিটি ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও স্থানীয় যুবকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের দাবি এরা ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মী।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে সোমবার (৬ আগস্ট) সকাল থেকে রাস্তায় নামেন ইস্ট ওয়েস্টের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বেরিয়ে জহুরুল হক সিটির সামনে মূল রাস্তায় অবস্থান নেন। একই এলাকায় সকাল থেকে অবস্থান নেন স্থানীয় কয়েকশ যুবক। এরা পুলিশের পাহারায় সেখানে অবস্থান নেন।

শিক্ষার্থীরা রাস্তায় নেমে এলে সকাল সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে। পুলিশের পাশাপাশি ছাত্রদের ধাওয়া দেয় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এসময় ঘটনাস্থল থেকে সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

পুলিশের ধাওয়ায় ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে ঢুকে পড়ে। বর্তমানে শিক্ষার্থীরা সেখানেই অবস্থান করছেন।

পুলিশ সাঁজোয়া যান নিয়ে বাইরে অবস্থান করছে। পুলিশের পাশাপাশি ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরাও লাঠিসোটা নিয়ে অবস্থান করছেন।

সারাবাংলা/একে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর