আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ ন্যাটো সৈন্য নিহত
৬ আগস্ট ২০১৮ ১৪:০৮
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
আফগানিস্তানের পারওয়ান প্রদেশে আত্মঘাতী হামলায় চেক প্রজাতন্ত্রের ৩ সৈন্য নিহত হয়েছে। রোববার(৫ আগস্ট) চালানো এই হামলায় যুক্তরাষ্ট্রের এক সৈন্য ও আফগান দুই সৈন্য আহত হয়। তারা আফগানিস্তানে ন্যাটো সামরিক জোটের অধীনে দায়িত্ব পালন করছিল। তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
ন্যাটো কমান্ডার জন নিকোলসন নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
গত বছরের জুন মাসে নাঙ্গারহার প্রদেশে তালেবান বন্দুকধারীর হামলায় ৩ মার্কিন সৈন্য মৃত্যুর ১৩ মাস পর রোববার আবার ন্যাটো সৈন্য মৃত্যুর ঘটনা ঘটলো।
২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটো সৈন্যদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। যদিও ১৪ হাজার মার্কিন সৈন্য ও ২ হাজার ন্যাটো সৈন্য এখনো আফগানিস্তানে সামরিক বাহিনীকে নিরাপত্তা রক্ষায় সাহায্য করছে।
ন্যাটো জোটভুক্ত চেক প্রজাতন্ত্র আফগানিস্তানে ২০২০ সাল পর্যন্ত ৩৯০ জন্য চেক সৈন্য আফগানিস্তানের নিরাপত্তায় কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। এদিকে আফগানিস্তান সংকটের সমাধান হওয়ায় যুক্তরাষ্ট্র তালেবানের সাথে আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে।
সারাবাংলা/এনএইচ
আরও পড়ুন,
তালেবানের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র