Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভার বৈঠকে শাজাহান খান ছিলেন ‘স্পিকটি নট’


৬ আগস্ট ২০১৮ ১৮:৪৬

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: মন্ত্রিসভার বৈঠকে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ছিলেন নিশ্চুপ। বৈঠকসূত্র সারাবাংলাকে এই তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সোমবার (৬ আগস্ট) বৈঠক চলাকালে পুরো সময় শাজাহান খান ছিলেন স্পিকটি নট।

এদিকে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্ররা তেমন কোনো আন্দোলনই করতে পারেনি। এতেই বিচলিত হওয়ার কিছু নেই।’ এ ক্ষেত্রে মন্ত্রিসভার সদস্যদের দুর্বল চিত্তের বলেও তকমা দিয়েছেন তিনি। সূত্র আরো জানায়, চলমান ছাত্র আন্দোলনে দেশ অনেকটা স্থবির হয়ে পড়েছিল, একাধিক মন্ত্রীর এমন বক্তব্যে শেখ হাসিনা বলেছেন, ‘আমি অবাক হচ্ছি, আমার সঙ্গে এত দুর্বল চিত্তের মন্ত্রীরা কাজ করছেন।’

শেখ হাসিনা বলেছেন, ছাত্রদের আন্দোলন এমন কিছু হয়নি। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে আন্দোলনতো ওরা করেনি।
মন্ত্রী পরিষদের বৈঠকে আরো নানা বিষয়ে কথা ওঠে আসে বলে জানায় বৈঠকসূত্র। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তৃতার জের ধরে প্রধানমন্ত্রী বলেন, আমাদের ভাষা প্রয়োগে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, কেউ হামলা করলে, আমরা কি চুমু খাব- এটি একটি কথার কথা। তবে বুঝতে হবে, কোথায়, কাদের সামনে আমরা সে কথাটি বলছি।

‘উল্টোপথে মন্ত্রীদের গাড়ি একটা লজ্জার বিষয়। মন্ত্রীদের এ কাজটি করা উচিৎ নয়।’ এমন মন্তব্যও করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠকে পাঁচ বছর সর্বোচ্চ সাজার বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৮’র চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, রাস্তা-ঘাট এখন খুবই ভালো, যে কারণে সড়ক দুর্ঘটনা আগের তুলনায় কমেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর