Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীদের আন্দোলনে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সমর্থন


৬ আগস্ট ২০১৮ ১৯:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে চলমান শিক্ষার্থী আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। রবিবার (৫ জুলাই) নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যামাইকার রাস্তায় দাঁড়িয়ে সকল বয়সী বাংলা ভাষাভাষী মানুষেরা এ আন্দোলনে সমর্থন জানান।

বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন (নিউইয়র্ক) এর ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে নিরাপদ সড়ক ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের বিচার দাবি করা হয়। এ সময় তাদের মুখে ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট সেফ রোড’সহ আরও অনেক স্লোগান দিতে দেখা যায়।

বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন (নিউইয়র্ক) এর প্রেসিডেন্ট বলেন, ‘আমরা বিচার ও নিরাপদ সড়ক চাচ্ছি। ছাত্র-ছাত্রীদের জীবনের নিরাপত্তা দেওয়া হোক।’

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর বাংলাদেশিরা এখানে এক হয়েছি। বাংলাদেশে আমাদের ভাই ও বোনেরা নিপীড়িত-নির্যাতিত হচ্ছে। আমরা সবাই এর বিচার চাইছি। আমরা সড়কের নিরাপত্তা চাইছি।’

 

সমাবেশে বর্ণালী হাসান নামের এক চিকিৎসক বলেন, ‘বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে, তাতে আমরা ভীষণ উদ্বিগ্ন। রাস্তায় বাচ্চারা অনিরাপদ। তারা যে দাবিতে আন্দোলন করছে তা আমাদের মানতে হবে। আমরা সড়ক দুর্ঘটনার বিচার চাই।’

এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় জানিয়ে তিনি বলেন, ‘সহপাঠী মারা যাওয়ায় বাচ্চারা অনেক মর্মাহত। তাই তারা রাস্তায় নেমে এসেছে। একাত্তরেও রাজনৈতিক সচেতন না হয়েও এভাবে বাচ্চারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এখানে কোনো রাজনৈতিক ইন্ধন দেখছি না আমরা।’

শুধু নিউইয়র্কেই নয়, ঢাকায় বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছে কলকাতার শিক্ষার্থীরাও। সোমবার (৬ আগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও সর্বভারতীয় ছাত্র সংগঠন ডিএসও মাঠে নামে। সমর্থন জানানো শিক্ষার্থীরা ডেপুটি হাইকমিশন ঘেরাও করে। এ সময় তারা স্লোগান দেয়, ‘চলুক গুলি, টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ।’

সারাবাংলা/এএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর