Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশেষ ট্রাফিক সপ্তাহ: সড়কে দুই দিনে মামলা ১০ হাজার


৬ আগস্ট ২০১৮ ১৯:৪৬

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু হওয়ার পর ঢাকা মহানগর এলাকায় দুই দিনে ১০ হাজার ৩২১টি মামলা করেছে পুলিশ। এর মধ্যে প্রথম দিন (৫ আগস্ট) মামলা হয় ৭ হাজার ৮১টি আর দ্বিতীয় দিন (৬ আগস্ট) মামলা হয় ৩ হাজার ২৪০টি।

সোমবার (৬ আগস্ট) ডিএমপি’র যুগ্ম কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ সারাবাংলাকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় দিনে মামলার পাশাপাশি ৫২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উল্টোপথে গাড়ি চালানোর অভিযোগে ২৮৮টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১৩টি ও মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১৭টি গাড়ির মালিকের নামে মামলা করা হয়েছে।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৮৩২টি, গাড়ির ফিটনেস না থাকায় ১০৫টি, ট্রাফিক আইন ভাঙায় ১ হাজার ৮৬৬টি মোটরসাইকেল মালিকের নামে মামলা করা হয়।

মফিজ উদ্দিন আহমেদ জানান, ডিএমপি ট্রাফিক বিভাগের মিডিয়া শাখার একটি দল অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ির ভিডিও করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে পাঠায়। কর্তৃপক্ষ গাড়িগুলোর সম্পর্কে তথ্য দিলে পুলিশ মামলা করে গাড়ির মালিকের ঠিকানায় নথি পাঠিয়ে দেয়। আজো এ রকম ৪২টি মামলা করা হয় এবং ১৩টি সরাসরি মামলা দেওয়া হয়।

এর আগে ট্রাফিক সপ্তাহের প্রথম দিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিএমপি’র ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে ৭ হাজার ৮১টি মামলা করে। জরিমানা করা হয় ৪২ লাখ ১৮ হাজার ৫শ’ টাকা। ডাম্পিংয়ে নেওয়া হয় ৫৭টি গাড়ি ও ৭০৮টি গাড়িতে রেকার লাগানো হয়। উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৬০৬টি, হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৩১টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ১১টি ও মাইক্রোবাসে কালো গ্লাস ব্যবহার করার জন্য ১৪টি মামলা করা হয়।

বিজ্ঞাপন

ট্রাফিক আইন ভাঙায় ৪ হাজার ১৫৫টি মোটরসাইকেল মালিকের নামে মামলা করা হয়েছে এবং জব্দ করা হয় ১৯৮টি মোটরসাইকেল।

গত ৪ আগস্ট ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বিশেষ ট্রাফিক সপ্তাহ ঘোষণা করেন। গত রোববার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আনুষ্ঠানিকভাবে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করেন। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে আগামী ১১ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চলবে।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম এ বিষয়ে সারাবাংলাকে বলেন, ট্রাফিকের বিশেষ অভিযান চলছে, যে কারণে অনেকেই আইন মানবে। সড়কের শৃঙ্খলার উন্নতি হবে। সব মিলিয়ে সবার কাছে একটা ইতিবাচক মেসেজ পৌঁছাবে।

সচেতনতা বাড়াতে ট্রাফিক সপ্তাহ শুরু
রোববার বিশেষ ট্রাফিক সপ্তাহ শুরু
ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে স্কাউট-গার্লস গাইড
লাইসেন্স ছাড়া গাড়ি চলতে দেওয়া হবে না: আইজিপি

সারাবাংলা/ইউজে/এটি

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

আরো

সম্পর্কিত খবর