Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনালী ব্যাংকের ৯৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গ্রেফতার ৩


৬ আগস্ট ২০১৮ ১৯:৪০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ৯৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সোনালী ব্যাংকের দৌলতপুর শাখার তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

গ্রেফতার হওয়া তিনজন হলেন, সোনালী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মণ্ডল, সোনালী ব্যাংকের খুলনা দৌলাতপুর শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও বর্তমান প্রিন্সিপাল অফিস খুলনার সহকারী মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম ও সোনালী ব্যাংকের খুলনা দৌলাতপুর শাখার সাবেক অফিসার অজিত কুমার সরকার।

এর আগে, অর্থ আত্মসাতের এ ঘটনায় ২০১৭ সালের ২৬ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যলয়ের উপসহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন।

সারাবাংলা/ইএইচটি/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর