Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের নতুন কমিটির অভিষেক


৭ আগস্ট ২০১৮ ১২:৪২

।। সারাবাংলা ডেস্ক।।

ঢাকা: সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের নব-নির্বাচিত কমিটির অভিষেক ও আলোচনা সভা রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টার মিলনায়তনের এএস মাহমুদ হলে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও এবং সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারক এএইচএম শামসুদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শামসুদ্দিন চৌধুরী বর্তমান সময়ে মানবাধিকার বিষয়ে সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের সাফল্য কামনা করে শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারবর্গের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সম-সাময়িক সময়ে বাংলাদেশের পরিস্থিতি বিষয়ে আলোকপাত করেন।

তিনি বলেন, দুই ক্রিমিনাল বাস চালক যে অপরাধ করেছে এর বিচার হওয়া দরকার। একটি গাড়ি অন্য গাড়ির সাথে পাল্লা দেয়ার কারণে নিরীহ স্কুলছাত্ররা নিহত হয়েছে এটা খুন হওয়ার সামিল। তিনি চালকদের বিষয়ে সরকারকে আরোও কঠোর হওয়ার পরামর্শ দেন।

তিনি আরও বলেন, ছাত্রদের বর্তমান অবস্থান বিকল্প সরকার ও পুলিশের মতো যা কোনভাবেই কাম্য নয়।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিশেষ অতিথি, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ানম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান হাওলাদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম কমিটির পক্ষ থেকে সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট জাহিদুল হক বাবু, অ্যাডভোকেট মো: রেজাউল করিম খান (নারায়ণগঞ্জ বার), অ্যাডভোকেট মো: আলমাস মিয়া (টাঙ্গাইল বার), অ্যাডভোকেট মো: আলমগীর খান, অ্যাডভোকেট আবদুল্লাহ আল নোমান, ব্যারিস্টার অরুনাভ দাস শুভ্র, এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম খোকন (ময়মনসিংহ বার)।                                                                                                                                                                                                                          সভাপতির ভাষণে অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ মানবাধিকার সংরক্ষণ এবং আইনজীবীদের পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি, ফ্রি মেডিকেল, বাসস্থান, মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর