Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জাবি সাংবাদিক সমিতির নিন্দা


৭ আগস্ট ২০১৮ ১৫:১৮

।। জাবি করেসপন্ডেন্ট ।।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থী আন্দোলনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(জাবিসাস)। মঙ্গলবার(৭ আগস্ট) জাবি সাংবাদিক সমিতির সভাপতি নুর আলম হিমেল ও সাধারণ সম্পাদক নিলয় মামুন এক যৌথ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ঢাকার সায়েন্সল্যাব, জিগাতলা ও ধানমন্ডি এলাকায় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে উক্ত এলাকায় সংবাদ ও ছবি সংগ্রহ করতে গেলে দেশের ক্ষমতাসীন দল ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হামলায় অন্তত ৩০-৩৫ জন সংবাদ কর্মী আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত খবর থেকে জানতে পেরেছি। ন্যক্কারজনক এ হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা ও মুঠোফোন ভেঙ্গে ফেলা হয়। এছাড়া মেমোরি কার্ডে সংরক্ষিত ছবি ও ভিডিও মুছে ফেলতে বাধ্য করা হয়। সাংবাদিক পরিচয় প্রদানের পরেও এ ধরনের হামলা দেশের স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। আমরা লক্ষ্য করেছি, শিক্ষার্থীদের এ আন্দোলনকে বিতর্কিত করতে সরকারি দলের নেতাকর্মীদের পাশাপাশি আন্দোলনের মধ্য থেকেও সংবাদমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে বুঝা যায় একটি মহল এ আন্দোলনকে বিতর্কিত করার প্রয়াসে লিপ্ত। এ মহলটিই সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্বপালনে বাধা দিয়ে গুজব ও অপপ্রচারে সংঘবদ্ধ।’

আরও বলা হয়, ‘আমরা মনে করি, এসব ঘটনা সংবাদ মাধ্যমের স্বাধীনভাবে কাজের পরিবেশ বিনষ্ট করছে। এ ধরনের ঘটনা দেশের সার্বিক পরিস্থিতিতে ভালো কোন উদাহরণ তৈরি করবে না। তাই সকল পক্ষকে সাংবাদিকদের কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণ, তথ্যের অবাধ প্রবাহ ও প্রকৃত ঘটনা উন্মোচনে সহায়তা করতে আহ্বান জানাই।’

বিজ্ঞাপন

বিবৃতিতে সংবাদমাধ্যম কর্মীদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

সারাবাংলা/টিআই/এনএইচ

আরও পড়ুন,
সাংবাদিকদের ওপর হামলার নিন্দা ঢাবি সাংবাদিক সমিতির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর