Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে সান্ধ্যকালীন কোর্স চালুর বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান


৭ আগস্ট ২০১৮ ১৬:১৬

।। জাবি করেসপন্ডেন্ট ।।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) রসায়ন বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। মঙ্গলবার(৭ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো, সেশনজট বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে প্রকাশ এবং বিভাগের ক্লাস, ল্যাব, পড়াশোনা ও গবেষণার মানোন্নয়ন করা।

বিজ্ঞাপন

আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী বলেন, রসায়ন বিভাগের বিভিন্ন ব্যাচে ছয় মাস থেকে এক বছরের সেশনজট রয়েছে। এছাড়া পূর্বের তুলনা বর্তমানে বিভাগের গবেষণার মান ও গবেষণা যন্ত্রপাতির সংখ্যাও অনেক কম। এমন পরিস্থিতিতে নতুন করে সান্ধ্যকালীন কোর্স চালু করলে সেশন জট বাড়বে। শিক্ষকদের সাথে কথা বলে প্রতিবাদ জানানোর পরও শিক্ষকরা সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্তে অনড় রয়েছেন।

শিক্ষকরা দাবি মেনে না নিলে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলে শিক্ষার্থীরা জানান।

এ বিষয়ে রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মো. নূরুল আবছার বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছি। কিন্তু তারা আজ বিভাগের সামনে অবস্থান নিয়েছে। আমরা আবারও তাদের সাথে আলোচনা করবো।

সারাবাংলা/টিআই/এনএইচ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর