Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালাল থেকে বিলুপ্তপ্রায় পাখি উদ্ধার


৭ আগস্ট ২০১৮ ১৬:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিলুপ্তপ্রায় ২০২ জোড়া পাখি ও বন্যপ্রাণী উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (৬ আগস্ট) রাতে এসব পাখি উদ্ধার করা হয় বলে সারাবাংলাকে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম।

ড. সহিদুল জানান, উদ্ধার করা এসব পাখি ও বন্যপ্রাণী বন কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এসব প্রাণী এবং পাখি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের খাঁচায় সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৭০ জোড়া লাভ বার্ড, ৩ জোড়া বেবি প্যারেট, ৩ জোড়া কোকাটেল (কাকাতুয়া), ১০ জোড়া কনুর, ৩ জোড়া ময়ুর, ১ জোড়া এরা অ্যারোনা, ৫ জোড়া গ্রিন উইং প্যারাকিট, ২ জোড়া অ্যারাউনা, ২ জোড়া বাজরিগার, ১ জোড়া লামুর বিট ও ২ জোড়া মারমুস বিট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শুল্ক গোয়েন্দা জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে এসব পাখি ও বন্যপ্রাণী আমদানি করা হয়। আন্তর্জাতিক কনভেনশন অনুসারে বিপন্ন তালিকাভুক্ত প্রাণী আমদানির ক্ষেত্রে নন-ডেট্রিমেন্টাল রিপোর্ট ও বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী জীবন্ত পশু-পাখি আমদানিতে বন অধিদফরের অনাপত্তি থাকতে হবে। এ ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়নি।

আমদানিকারকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ড. সহিদুল।

সারাবাংলা/ইএইচটি/এটি

বিলুপ্তপ্রায় পাখি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর