আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সোচ্চার রাবি
৭ আগস্ট ২০১৮ ১৯:১৬
।। রাবি করেসপন্ডেন্ট ।।
ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে উক্ত মানববন্ধন শুরু হয়। মানববন্ধন শেষে কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে বিশাল এক মৌন মিছিল ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে ‘চাইলাম নিরাপত্তা আর পেলাম টিয়ারশেল, বুলেট’ ‘অন্যায় যখন নিয়ম হয়ে ওঠে প্রতিরোধ তখন কর্তব্য হয়ে দাঁড়ায়’ ‘বিশ্ববিদ্যালয়ে হামলার বিচার চাই’ ইত্যাদি স্লোগানে প্ল্যাকার্ড ব্যবহার করা হয়। সমাবেশে নৌপরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা।
বেলা ১২ টায় নিপীড়ন বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে আরও একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্র-ছাত্রীরা। ক্যাম্পাসে মিছিল শেষে বুধবার সন্ধ্যা ৬ টায় কালো ব্যাচ ধারণ করে মৌন মিছিল ও ৭ টায় বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে মোমবাতি প্রজ্বলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।
এদিকে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ মন্ত্রিসভায় উত্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। একই দিন দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত এক সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, মিজানুর রহমান সিনহা, গোফরান গাজী, আরিফ বিন জহির, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, সাব্বির হোসেন, মোস্তাকিম পাভেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, ইমতিয়াজ আহমেদ, ইমরান খান নাহিদ প্রমুখ।
সারাবাংলা/এসএস/এনএইচ
আরও পড়ুন,
শিক্ষার্থী নিপীড়নের প্রতিবাদে রাবিতে মানববন্ধন-র্যালি