ডিএনসিসি তুলে দিলো কোচিং সেন্টারের বিলবোর্ড, লাখ টাকা জরিমানা
২৮ ডিসেম্বর ২০১৭ ১৪:৩৪
সিনিয়র করেসপন্ডেন্ট
ঢাকা: রাজধানীর ফার্মগেট এলাকায় কোচিং সেন্টারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা বিভাগ। সেইসঙ্গে ওইসব প্রতিষ্ঠানের মালিকদের জরিমানাও করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উচ্ছেদ অভিযান শুরু হয়। উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান অভিযানে নেতৃত্ব দেন।
তিনি বলেন, এর আগে একাধিকবার নোটিশ দিয়ে সাইনবোর্ড ও ব্যানার সরিয়ে নিতে এবং নতুন করে আর না লাগাতে বলা হয়। কিন্তু নিষেধাজ্ঞা মানছে না কোনো প্রতিষ্ঠান। উচ্ছেদ অভিযানের পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে কয়েক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে এ অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/ইউজে/টিএম/এটি