Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাটল ট্রেনে কাটা পড়ে চবি ছাত্রের দুই পা বিচ্ছিন্ন


৮ আগস্ট ২০১৮ ১০:৩৫ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ১২:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো : বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার (০৮ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে এই ঘটনা ঘটে।

দুর্ঘটনার শিকার রবিউল আলম (২৩) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১২-১৩ সেশনের ছাত্র। তার বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে।

রবিউল এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

রবিউলের সহপাঠীদের বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে জানান, ষোলশহর রেলস্টেশনে ট্রেনে উঠতে গিয়ে রবিউল দুর্ঘটনার শিকার হন। এতে শরীর থেকে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএমএন

 

পা বিচ্ছিন্ন শাটল ট্রেন

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর