কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ‘শীর্ষ’ মাদক ব্যাবসায়ীর মৃত্যু
৮ আগস্ট ২০১৮ ১৪:২৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন মারা গেছেন। র্যাবের দাবি নিহত ফারুক হোসেন শীর্ষ মাদক ব্যবসায়ীদের একজন।
সোমবার (৭ আগস্ট) দিবাগত রাত তিনটার দিকে চৌদ্দগ্রামের কোমাল্লায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।
কুমিল্লার র্যাব জানিয়েছে, ইয়াবা পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রামের কোমাল্লা এলাকায় অভিযান চালানো হয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যাবসায়ী ফারুক হোসেন গুলি করে পালাতে চেষ্টা করে। র্যাবও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে ফারুক আহত হয়। পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য ফারুকের লাশ কুমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে এবং তিনি স্থানীয় মাদক ব্যবসার শীর্শ স্থানীয় ব্যক্তি বলেও জানায় র্যাব।
সারাবাংলা/এসএমএন