‘প্রতিশ্রুতি পেলেই যে বাস্তবায়ন হবে এই নিশ্চয়তা আমাদের দেশে কম’
৮ আগস্ট ২০১৮ ১৫:০৭
।। জাবি করেসপন্ডেন্ট ।।
তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘নিরাপদ সড়কের দাবি সকলের। সেই দাবি বাস্তবায়নের জন্যে ছোট ছোট শিশু-কিশোর-ছাত্র-ছাত্রীরা রাস্তায় নেমে নিজেরাই দিনের পর দিন পরিশ্রম করেছে। সরকারের প্রতিশ্রুতি পাওয়ার পরও তারা রাস্তা থেকে ওঠেনি, তারপরও কয়েকদিন তারা ছিল। এজন্য সরকারের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু তারা যে রাস্তায় ছিল এটার কারণ- প্রতিশ্রুতি পেলেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এই নিশ্চয়তাটা আমাদের দেশে কম।’
নিরাপদ সড়কের দাবি বাস্তবায়ন এবং আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বুধবার(৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে এই মানববন্ধন শুরু হয়।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘ছবিতে আমরা দেখেছি, অনেক আক্রমণকারী পুলিশের সহযোগিতায় পুলিশের সাথে চাপাতি, অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে। তাদের ধরার ব্যাপারে সরকারের কোন আগ্রহ দেখা যাচ্ছে না। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে অনুপ্রবেশকারী ছিল। অনুপ্রবেশকারী হোক, সরকারী দলের হোক, বিএনপি-জামাত হোক, যারা আক্রমণকারী তাদের ছবি পত্রিকায় আছে, তাদের হাতে চাপাতি আছে, তাদের হাতে অস্ত্র আছে সরকারের দায়িত্ব তাদেরকে ধরা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া। কিন্তু আক্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এটা একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত। যারা শিক্ষার্থী তাদেরকে রিমান্ডে পাঠানো হচ্ছে আর যারা আক্রমণকারী তাদেরকে রক্ষা করা হচ্ছে।’
মানববন্ধনে জাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক রাশেদা আক্তার, সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান, দর্শন বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক মো. শামছুল আলম (সেলিম), পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবীর, লোক প্রশাসন বিভাগের সভাপতি জেবউননেছা প্রমুখ উপস্থিত ছিলেন।
সারাবাংলা/টিআই/এনএইচ
আরও পড়ুন,
প্রতিটি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হচ্ছে : আনু মুহাম্মদ