Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েটের ১৯ শিক্ষকের পেনশনের বিষয়ে হাইকোর্টের রায় বহাল


৮ আগস্ট ২০১৮ ১৫:৪১

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক তিন উপাচার্যসহ অবসরপ্রাপ্ত ১৯ শিক্ষককে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী তাদের অবসরকালীন ছুটি (পিআরএল) ও পেনশন সুবিধা দিতে হাইকোর্টের রায় আপিল বিভাগ বহাল রেখেছেন।

বুধবার (৮ আগস্ট) প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বুয়েট উপাচার্যসহ করা আলাদা ছয়টি লিভ টু আপিল খারিজ করে দেন আদালত।

অবসরপ্রাপ্ত ১৯ শিক্ষকের পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। তার সঙ্গে ছিলেন, আইনজীবী তবারক হোসেইন ও উর্মি রহমান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বুয়েট উপাচার্যর লিভ টু আপিলের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ।

পরে আইনজীবী তবারক হোসেইন সাংবাদিকদের বলেন, “অবসরের পর পি আর এল ও পেনশন সুবিধা থেকে বঞ্চিত বুয়েটের ১৯ শিক্ষক গত বছর আলাদা তিনটি রিট করেন। ওই রিটের চূড়ান্ত শুনানি শেষে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন।

রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে শিক্ষকদের প্রাপ্য পি আর এল ও পেনশন সুবিধা দেওয়ার নির্দেশ দেওয়া হয় রায়ে। সেই রায়ের বিরুদ্ধে আলাদা ছয়টি লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) করে বুয়েট ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। আজ সেসব আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রাপ্য পিআরএল ও পেনশন সুবিধা দিতে হাই কোর্টের রায়ই বহাল থাকছে।”

রিটকারী সাবেক তিন উপাচার্যর মধ্যে ড. মো. মনোয়ারুল ইসলাম ও প্রফেসর সাহেদা রহমানসহ ড. মো. মোহর আলী ও ড. মোস্তফা কামাল চৌধুরী পাবেন কেবল পেনশন সুবিধা।

সারাবাংলা/এজেডকে/জেএএম


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর