Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের মেরে ফেলার হুমকি দুতার্তের


৮ আগস্ট ২০১৮ ১৬:১৬

President Rodrigo Roa Duterte vents out his anger as the scalawag police officers were presented to him at Malaca??an Palace on August 7, 2018. Joining the President are Sec. Bong Go of the Office of the Special Assistant to the President, Department of Interior and Local Government Office-in-Charge Eduardo A??o, and Philippine National Police Director General Oscar Albaylde.RICHARD MADELO/PRESIDENTIAL PHOTO

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

মাদক সংশ্লিষ্টতাসহ অন্যান্য অপরাধে জড়িত দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের মেরে ফেলার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। মঙ্গলবার (৭ আগস্ট) শতাধিক পুলিশ সদস্য তার সঙ্গে দেখা করতে প্রেসিডেন্ট প্রাসাদে গেলে তিনি এ হুমকি দেন। যা দেশটির টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে।

পুলিশ অফিসাররা জানিয়েছেন, ওই দিন শতাধিক পুলিশ সদস্যকে প্রেসিডেন্ট প্রাসাদে ডেকে পাঠান দুতের্তে। যাদের বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ, ডাকাতিসহ বিভিন্ন ধরনের ফৌজদারি মামলা রয়েছে।

এ সময় দুর্তেতে বলেন, ‘ইফ ইউ উইল স্টে লাইক দিস, সন অব অ্যা বিচ, আই উইল রিয়েলি কিল ইউ।’ যদিও এসব পুলিশ সদস্যদের কারো কারো বিরুদ্ধে আনা অভিযোগ পুনর্বিবেচনাধীন রয়েছে, তা সত্ত্বেও দুতের্তে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমার একটি বিশেষ ইউনিট আছে, যা আপনাদের ওপর জীবনভর নজর রাখবে এবং যদি আপনারা সামান্যতম কোনো ভুলও করেন, তবে আমি তাদেরকে আপনাদের হত্যার নির্দেশ দেব।’

এছাড়া পুলিশ সদস্যদের পরিবারের উদ্দেশ্যে দুতের্তে বলেন, ‘ইফ দিস সনস অব বিচেস ডাই, ডোন্ট কাম টু আস এইলিং হিউমেন রাইটস ডিউ প্রসেস, বিকজ আই ওয়ারনড ইউ অলরেডি।’

এর আগে, দেশটির জাতীয় পুলিশকে ‘গোঁড়া থেকে দুর্নীতিগ্রস্ত’ বলে উল্লেখ করেছিলেন দুতের্তে। গত বছর দেশজুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হলে পুলিশ বাহিনীর অভ্যন্তরে শুদ্ধি অভিযান চালানোরও নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে মাদক বিরোধী সংস্থার জনবলে ঘাটতি থাকায় শেষপর্যন্ত পুলিশকেও এ অভিযানে যুক্ত করেছিলেন তিনি।

মানবাধিকার সংস্থা এবং পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এখন পর্যন্ত মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছেন দুর্তেতে। ২০১৬ সালে শুরু হওয়া এ অভিযানে ইতোমধ্যে পুলিশের গুলিতে সাড়ে ৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সারাবাংলা/এএস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর