Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরের জন্য কেনা হচ্ছে ৪টি ‘কী গ্যান্টি ক্রেন’


৮ আগস্ট ২০১৮ ১৬:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাহাজ থেকে দ্রুততার সঙ্গে কন্টেইনার লোডিং-আনলোডিং এর জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চারটি ‘কী গ্যান্টি ক্রেন’ ক্রয় করতে যাচ্ছে। চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ক্রেনগুলো সরবরাহ করবে।

বুধবার (৮ আগস্ট) সচিবালয়ে চারটি ‘কী গ্যান্ট্রি ক্রেন’ কেনার লক্ষ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। ৪০ টন ধারণ ক্ষমতার এ চারটি ক্রেন সংগ্রহে ব্যয় হবে ২৩৮ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা।

চুক্তিপত্রে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ ও চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিউ কিজং। এসময় নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং সচিব মো. আবদুস সামাদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘চট্টগ্রাম বন্দর জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। বন্দরের এ সাফল্য বর্তমান সরকারের অগ্রযাত্রার প্রতিফলন।’

সারাবাংলা/এইচএ/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর