রমিজ উদ্দিন কলেজের সামনে জেব্রাক্রসিং স্থাপন
৮ আগস্ট ২০১৮ ১৭:১৬
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: কুর্মিটোলার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনের প্রধান সড়কে একটি জেব্রাক্রসিং স্থাপন করা হয়েছে। বুধবার (৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন প্যানেল মেয়র এটি উদ্বোধন করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘নিরাপদে যাত্রী পারাপার এবং সড়ক দুর্ঘটনা বন্ধ করার লক্ষ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে স্বল্পতম সময়ের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার প্রয়োজনীয় সব স্থানে জেব্রাক্রসিং ও গতিরোধক/হাম্প স্থাপন করা হবে।’
তাছাড়া বিদ্যমান ক্ষতিগ্রস্ত জেব্রাক্রসিং ও গতিরোধক/হাম্প সংস্কার করা হবে। যানজট এড়াতে পুরো কর্মসূচি রাতে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।
কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেলভূক্ত মেয়র মোস্তফা জামাল ও আলেয়া সারোয়ার ডেইজী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. সাঈদ আনোয়ারুল ইসলাম ও শহীদ রমিজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর নাহার ইয়াসমিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসও/এমও