Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড়!


৮ আগস্ট ২০১৮ ১৮:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে ঝড় তোলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের দাবি আর আন্দোলনের মুখে কার্যত এক সপ্তাহ ধরে অচল হয়ে পড়ে রাজধানীর সড়ক যোগাযোগ। সেই পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই আবারও অস্বাবিক হতে শুরু করেছে রাজপথ। নিয়ম মানতে বাধ্য করতে যে ছাত্ররা এক সময় রাস্তায় নেমেছিল সেই ছাত্রদের অনেকই ভুলতে বসেছে রাস্তা পারাপারের নিয়ম। সঙ্গে সাধারণের নিয়ম না মানার চিত্র তো আছেই। রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ। 

 

বুধবার (৮ আগস্ট) শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে থেকে  ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের ছবিটি তোলা হয়েছে।

বিজ্ঞাপন

সিগনাল অমান্য করে একই সঙ্গে চলছে গাড়ি ও পথচারী।

 

 

 

 

 

রাজধানীর শাহবাগেও দেখা গেছে যত্রতত্র রাস্তা পারাপার।

 

 

সারাবাংলা/এনএইচ/এমআই

নিরাপদ সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর