নিরাপদ সড়কের দাবি: ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ রিমান্ডে ৪
৮ আগস্ট ২০১৮ ১৭:৪৭
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উসকানি দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া চারজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দিয়েছে আদালত। এদের মধ্যে বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ফেডারেশনের দুই নেতা রয়েছেন। বাকি দুই জনশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের।
তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় দায়ের হওয়া মামলায় চারজনকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন চট্টগ্রাম মহানগর হাকিম সফি উদ্দিন। বুধবার (৮ আগস্ট) আদালত এই আদেশ দেন।
গ্রেফতারকৃতরা হলেন- ছাত্র ফেডারেশনের নগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ ইসলাম ও রাজনৈতিক শিক্ষা-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ এবং ইমদাদুল হক আশিক ও আব্দুল্লাহ আল সাহেদ।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী সারাবাংলাকে বলেন, ‘কোতয়ালী থানা পুলিশ গ্রেফতারের পর তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
গত সোমবার (০৬ আগস্ট) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক সমাবেশ থেকে ছাত্র ফেডারেশনের দুই নেতাসহ নয়জনকে আটক করে পুলিশ। ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে এই সমাবেশ ডাকা হয়েছিল।
পুলিশের দাবি, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সমাবেশ ডাকা হলেও মূলত ছাত্র ফেডারেশন ফেসবুকে ইভেন্ট খুলে সমাবেশের আয়োজন করে। এর সঙ্গে শিবিরেরও সম্পৃক্ততা ছিল। নয়জনের মধ্যে চারজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের হয়।
সারাবাংলা/আরডি/এমও