Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান গেমস চ্যালেঞ্জ : শ্যুটিং, আর্চারি ও কাবাডিতে পদকের স্বপ্ন


৮ আগস্ট ২০১৮ ২০:৩৮ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ২০:৪০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

১৪টি ডিসিপ্লিনে দেশের ১১৭ জন খেলোয়াড় বুকে পদকের স্বপ্ন নিয়ে যাবে এশিয়ান গেমসে। সবশেষ দুটি আসরে পদক নিয়ে আসা ক্রিকেট এবার নেই। সঙ্গে বেশিরভাগ ডিসিপ্লিনেই পদকের আশা ক্ষীণ। এর মধ্যেই কর্মকর্তা ও খেলোয়াড়দের মুখে তিনটি ডিসিপ্লিনে দেশের হয়ে পদক নিয়ে আসার স্বপ্ন।

অন্তত বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনর (বিওএ) আশ্বাস- কাবাডি, শ্যুটিং আর আর্চারির হাত ধরে এবার এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্টে বাংলাদেশ পদক নিয়ে আসবে।

চলতি মাসে ১৮ তারিখ থেকে ২ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তা-পালেম্বাংয়ে হবে এশিয়ান গেমস।

সর্বশেষ দুটি আসরে ক্রিকেট ও কাবাডিতে উজ্জ্বলতা ছড়িয়েছিল বাংলাদেশ। ২০১০ সালে গুয়াংজুতে ১৬তম এশিয়ান গেমস ক্রিকেটে পুরুষ দল স্বর্ণপদক ও মহিলা দল রৌপ্যপদক জিতেছিল। সেবার মহিলা কাবাডি দলের অর্জন ছিল ব্রোঞ্জ। ২০১৪ সালে ক্রিকেটে অবশ্য স্বর্ণপদক আসেনি, ইনচন গেমসে মহিলা দল রৌপ্য ও পুরুষ দল ব্রোঞ্জ পদক জেতে। মহিলা কাবাডি দলের অর্জনও ছিল ব্রোঞ্জ।

কাবাডি, শ্যুটিং ও আর্চারিকে ঘিরেই বাংলাদেশের পদকের স্বপ্ন জানালেন বিওএ’র মহাসচিব শাহেদ রেজা, ‘এই ইভেন্টগুলোতে আমরা ভালো করতে চাই। আর এখানে অ্যাথলেটরা ভালো পারফরম করবে বলে আশা করছি আমরা। এমনিতে এশিয়ান গেমসে শক্তিধর দেশগুলো অংশ নেয়, সেখানে আমাদের মতো দেশের পদক পাওয়া একটু কঠিনই। তবে আমরা আশা ছাড়ছি না।’

অস্ট্রেলিয়ায় সবশেষ কমনওয়েলথ গেমসে দেশের হয়ে রৌপ্যপদক এনে দেয়া শ্যুটার শাকিল আহমেদের কণ্ঠে পদকের আশা, ‘অনুশীলনে ভালো স্কোর হচ্ছে। এশিয়ান গেমসে চীন-ভারতের শ্যুটারদের বিপক্ষে লড়তে হবে। আমার প্রাথমিক আশা ফাইনালে যাওয়া। সেটা হলে ইনশাল্লাহ পদক আসতে পারে। ’

বিজ্ঞাপন

পুরুষ কাবাডি দল ২০১০ ও ২০১৪ সালে খালি হাতে দেশে ফিরেছিল। এবার তাদের লক্ষ্য ন্যূনতম ব্রোঞ্জ। অধিনায়ক মাসুদ করিমের আশা, ‘আসলে ইরান ও ভারতের মতো দেশের সঙ্গে পেরে ওঠা কঠিন। আমরা পাকিস্তান, কোরিয়ার মতো দেশের সঙ্গে লড়াই করব, (চাইব) অন্তত ব্রোঞ্জ পদকটি যেন নিশ্চিত হয়।’

এদিকে এ বছর আন্তর্জাতিক কাবাডিতে অংশ নেয়া হয়নি নারী কাবাডি দলের। প্রস্তুতিও নেই তেমন। তারপরেও নিজেদের সেরাটা দিতে চান কোচ আব্দুল জলিল, ‘পদক জয়ের আশা আমারও আছে। কিন্তু সমস্যা হলো আমরা কোনও প্রস্তুতি ম্যাচ খেলা ছাড়াই ঢাকা ছাড়তে যাচ্ছি। বাকিরা অনেক উন্নতি করেছে। আমরা কোন জায়গায় আছি, সেটা আসলে বুঝতে পারছি না।’

এশিয়াডে ১৪টি ডিসিপ্লিনে বাংলাদেশের ৮৬ পুরুষ ও ৩১ মহিলা অ্যাথলেট অংশ নিচ্ছে, মোট ১১৭ জন। পুরুষ ও মহিলা দুই বিভাগেরই দল থাকছে আর্চারি, অ্যাথলেটিকস, গলফ, কাবাডি, শুটিং, সাঁতার ও কুস্তিতে। ফুটবল, বাস্কেটবল, বিচ ভলিবল, ব্রিজ, হকি ও রোইংয়ে শুধু পুরুষ দল খেলবে। আর ভারোত্তোলনে লড়বে মহিলা দল।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর