Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শোক দিবসে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার অঙ্গীকার চিকিৎসকদের


৮ আগস্ট ২০১৮ ২১:৪১

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট সব ব্যক্তিগত চেম্বারে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবেন দেশের চিকিৎসকদের বিভিন্ন সমিতির নেতারা। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিমের আহ্বানে তারা এ অঙ্গীকার করেছেন।

বুধবার (৮ আগস্ট) ঢাকায় সচিবালয়ে ফেডারেশন অব মেডিকেল সোসাইটিস বাংলাদেশের প্রতিনিধিদলের সাথে মতবিনিময় সভায় চিকিৎসকরা এই ঘোষণা দেন। চিকিৎসকদের বিশেষায়িত পেশাভিত্তিক ২৬টি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই ফেডারেশনের সদস্য।

সভায় বিদেশ থেকে চিকিৎসক এসে বাংলাদেশে রোগী দেখার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন নিশ্চিত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। এক্ষেত্রে বিদ্যমান নীতিমালা কঠোরভাবে মেনে চলার জন্য বিএমডিসিকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

সভায় অন্যদের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জিএম সালেহ উদ্দিনসহ ফেডারেশনের আহ্বায়ক অধ্যাপক ডা. মাকসুদুল আলম, অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, অধ্যাপক ডা. লায়লা আরজুমান্দ, অধ্যাপক ডা. বিল্লাল আলম, অধ্যাপক ডা. আহমেদুল কবির, অধ্যাপক ডা. ওয়ালিউল আলম, সহ. অধ্যাপক ডা. শাহাদাৎ হোসেন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর