Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে ফরাসি নাগরিককে হেনস্থা, মালামাল আটকে রাখার অভিযোগ


৮ আগস্ট ২০১৮ ২২:২১ | আপডেট: ৮ আগস্ট ২০১৮ ২২:২২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের কর্মকর্তাদের হেনস্তার শিকার হয়েছেন ফরাসি নাগরিক। একই সঙ্গে তার কাছ থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৮ আগস্ট) বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক আহামেদ ফরিদ এসব অভিযোগ করেন। এদিন সকাল ১১টা ৩৫ মিনিটে দিকে কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন।

জানা গেছে, ফ্রান্সের প্যারিস থেকে ৭ আগস্ট স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে কুয়েত এয়ারওয়েজে ঢাকার উদ্দেশে রওয়ানা দেন বাংলাদেশি বংশোদ্ভূত আহামেদ ফরিদ। ৮ আগস্ট সকাল ১১টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। কিন্তু বেল্ট থেকে লাগেজ নিয়ে বের হওয়ার সময় ঢাকা কাস্টম হাউসের লোকজন তাকে আটকায়।

এরপর কিভাবে সে ফরাসি নাগরিক হলো, কিভাবে ফরাসি পাসপোর্ট পেলো এসব নিয়ে প্রশ্ন করেন তারা। এসময় তার কাছ থেকে চারটি পারফিউম ও একটি ভ্যানিটি, ১০০ ইউরো রেখে দেয় কাস্টম হাউসের লোকজন। একপর্যায়ে পাসপোর্ট আটকে রাখার হুমকিও দেওয়া হয়। তবে ঘটনার সময় আর্মড পুলিশ সদস্যরা খোঁজ নিতে এলে দ্রুত তাকে ছেড়ে দেওয়া হয়।

আহামেদ ফরিদ বলেন, ‘কাস্টমসে দায়িত্বরত আবুল নোমান ও আব্দুর রহমান রাফি আমার লাগেজ খুলে চারটি পারফিউম ও একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে নেয়। কিন্তু এগুলো জমা রাখার কোনও স্লিপ আমাকে দেওয়া হয়নি। এছাড়া ১০০ ইউরো নিয়ে নিয়েছে এই দুজন। কেন এসব তারা রাখলো তার ব্যাখ্যাও তারা দেয়নি। এসব বিষয়ে জানতে চাইলে ওই দুই কাস্টমস সদস্য হুমকি দেন আমার পাসপোর্ট আটকে রাখা হবে ও ছাড়িয়ে নিতে ১ লাখ টাকা লাগবে বলে হুমকি দেয়। তাই বেশি কথা না বাড়িয়ে বের হয়ে এসেছি।’

বিজ্ঞাপন

আহামেদ ফরিদ আরও বলেন, ‘আমার সঙ্গে কয়েক বোতলে ২ লিটার অ্যালকেহল ছিলো। বাংলাদেশে বিদেশি নাগরিকরা ১ লিটার অ্যালকোহল নিতে পারে, এটি জানায় তারা। পরে ১ লিটার অ্যালকোল তারা রেখে দেয়। তবে শুধু মাত্র অ্যালকোহলের জন্য তারা আমাকে একটি রশিদ দেয়। দীর্ঘ ভ্রমণ শেষে এমন পরিস্থিতিতে পড়তে হবে আমি ভাবিনি। তারা যেভাবে পাসপোর্ট রেখে দেওয়ার হুমকি দিচ্ছিলো, তাতে আমিও ভীত হয়ে পড়ি।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রেজাউল হক বলেন, ‘এরকম কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’

সারাবাংলা/জেএ/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর