গুজব রটনাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরতে বসুন্ধরায় অভিযান
৮ আগস্ট ২০১৮ ২৩:৩১
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: গুজব রটনাকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ধরতে রাজধানীর ভাটারা, কুড়িল, বসুন্ধরা, নতুনবাজার এলাকায় একযোগে অভিযান শুরু করেছে পুলিশ।
বুধবার (৮ আগস্ট) রাত ১১টায় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বসুন্ধরা এলাকায় শিক্ষার্থী আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ ছাড়া গুজব রটনাকারীরা এই এলাকাতে ওঁৎ পেতে রয়েছে। তাই ব্যাপকভাবে অভিযান চালানো হচ্ছে।
এদিকে, বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বাড্ডা এলাকাতে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশের সঙ্গে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সংঘর্ষের ঘটনায় চিহ্নিতদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
অভিযানে রায়ট কার, এপিসি কার, ডগ স্কোয়াডসহ বিপুলসংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশ দেখা গেছে।
বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা আতাউর রহমান বলেন, রাতের বেলায় একসঙ্গে এত পুলিশ এর আগে কখনও দেখেননি তিনি।
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনে জিগাতলা-ধানমন্ডি এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে প্রতিবাদের ঘোষণা দেয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এলাকার শিক্ষার্থীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৬ আগস্ট) এই দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ করতে নেমে রাস্তায় অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় পুলিশের। রাজধানীর বসুন্ধরা, বাড্ডা এলাকায় দিনভর দফায় দফায় এই সংঘর্ষ চলে।
সারাবাংলা/ইউজে/টিআর