ঝাড়খন্ড থেকে আরেক জেএমবি সদস্য গ্রেফতার
৯ আগস্ট ২০১৮ ০৯:০৭
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজানকে গ্রেফতারের ৪৮ ঘণ্টার আরো এক জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) দিবাগত রাতে ঝাড়খন্ড রাজ্যের পাকুড়িয়া থানা থেকে দিলওয়ার হোসেন (২৬) ওরফে আলি হাসান ওরফে ওমর নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসটিএফ। তিনি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা।
কলকাতা পুলিশের এসটিএফ প্রধান আইপিএস মুরলিধর শর্মা জানিয়েছে, বিহার রাজ্যের বুদ্ধ-গয়ায় বৌদ্ধ ধর্মগুরুর সভাস্থলে বিস্ফোরণের পেছনে গ্রেফতার দিলওয়ারের সরাসরি যোগসূত্র ছিলো। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের পাকুড়িয়া থানা এলাকার সিধু কানু মোড় এলাকায় অপারেশন চালিয়ে তাকে গ্রেফতার করে এসটিএফ। তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে ভারতীয় পেনাল কোডের ১২০বি, ১২১, ১২১(এ), ১২৩, ১২৫, আইপিসির চার ও পাঁচ ধারায় অভিযোগ আনা হয়েছে। তার থেকে উদ্ধার করা হয়ছে একটি মোবাইল ফোন, জাল ভোটার ও আধার কার্ড।
এর আগে গত মঙ্গলবার (৭ আগস্ট) কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহর থেকে জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করে ভারতের জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। এরা হলেন-জেএমবির শীর্ষ নেতা জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (২৮), তার সহযোগী অপর দুই জঙ্গি আব্দুল করিম ওরফে ছোটা (১৯) ও মোস্তাফিজুর রেহমান ওরফে শাহিন (৩৭)।
সারাবাংলা/এসএমএন